
নিউইয়র্কে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হলো যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ভক্তিমণ্ডিত পরিবেশে। গতকাল ১৭ আগস্ট ২০২৫, রবিবার উডসাইডের দিব্যদাম মন্দিরে ভক্ত সংঘের আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় এ মহোৎসব।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি সুভাষ কুমার সাহা শুভেচ্ছা জ্ঞাপন করেন। সকাল থেকেই মন্দিরে পূজা-অর্চনা, ধর্মীয় গান, নৃত্য এবং শিশুদের অংশগ্রহণে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য জীবনভিত্তিক নাটক পরিবেশিত হয়। পরে বিশেষ একক নাটক পরিবেশন করেন শিখা সিনহা। দুটি নাটক রচনা ও পরিচালনা করেন ইঞ্জিনিয়ার রঞ্জিত রায় এবং উপস্থাপনায় ছিলেন প্রদীপ কুণ্ডু। নাটকগুলোর কাহিনী, শিল্পসজ্জা ও অভিনয় দর্শকদের মুগ্ধ করে।
সন্ধ্যা ৭টায় দিব্যদাম মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। প্রবল বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও র্যালিটি জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে ফিরে আসে। ভক্তদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক ও আবেগঘন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ-ও শ্রী কৃষ্ণ মন্দিরের চেয়ারম্যান প্রভাত দাস, কলামিস্ট ও সাংবাদিক শিতাংশু গুহ, কমিউনিটির নেতা রুপ কুমার ভৌমিক, সিপিএ ও এফসিএ অঞ্জন কে. ভট্টাচার্য, কমিউনিটি ও রিপাবলিকান নেতা প্রিয়তোষ দে, সৎসঙ্গের সভাপতি জুলন চৌধুরী, অজিত চন্দ,সুশীল সাহা, সুশীল সিনহা, বন্হিশিখা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সবিতা দাশ, রঞ্জিত-সম্পা রায়, কামনা কর্মকার, মন্দিরের সাধারণ সম্পাদক এ. কিশোর বিশ্বাস (রবি), কনভেনর সুরঞ্জন বনিক,সুশান্ত দাস ,সুরেশ রায়,ডিভিসি টিভির সিনিয়র সাংবাদিক কানু দত্ত, সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, সুভাষ সাহা, সুকেন্দ্র সাহা, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা রবীন্দ্র শীল,দিলীপ কুমার নাথ,অনীল চন্দ, প্রফুল্ল অধিকারী, সন্জয় কুমার কর,সুমন মিত্র ,মানিক চন্দ্র দাস ,সুধন্য সেন, গোপালগঞ্জ ফাউন্ডেশন ইউএসএ ইনক এর সভাপতি রমা বিশ্বাস, কমিউনিটির নেতা নিতাই পাল, সাতক্ষীরা সমিতির নেতা দেবব্রত ঘোষ প্রমুখ।