Logo

অর্থনীতি    >>   বাংলাদেশ থেকে ভারত পৌঁছালো ইলিশের প্রথম চালান

বাংলাদেশ থেকে ভারত পৌঁছালো ইলিশের প্রথম চালান

বাংলাদেশ থেকে ভারত পৌঁছালো ইলিশের প্রথম চালান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ পৌঁছালো ভারতের পশ্চিমবঙ্গে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে পৌঁছায়।

জানা গেছে, এরই মধ্যে ইলিশগুলো বাংলাদেশের ট্রাক থেকে আনলোডিং করে এপার বাংলার ট্রাকে তোলা হয়েছে। এখান থেকে মাছগুলো সোজা পশ্চিমবঙ্গের সব থেকে বড় পাইকারি মাছের বাজার ‘হাওড়ার ফিস্ মার্কেটে’ পৌঁছে যাবে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরো বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের পদ্মার এই সুস্বাদু ইলিশ। এরপরই পূজার আগে ভোজনরসিক বাঙ্গালিরা এই মাছের স্বাদ নিতে পারবে।

যদিও প্রথম লটে ইলিশের দাম একটু বেশি থাকবে বলে জানিয়েছেন ‘মাৎস আমদানিকারক সমিতির’ সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। তবে পশ্চিমবঙ্গের বাজারে এরই মধ্যে গুজরাটের ইলিশে ভরে গেছে। তাই বাংলাদেশ থেকে যত বেশি ইলিশ আসবে, ততই দাম কমতে থাকবে।

আনোয়ার মাকসুদ বলেন, প্রতি কেজি ইলিশের পাইকারি দাম ১৫ শত থেকে ১৬ শত রুপি পড়বে। আর খুচরা বাজারে মিলবে ১৭ শত থেকে ১৮ শত রুপিতে। সূত্র: জাগোনিউজ