
নেক্সটজেন একাডেমির আয়োজনে বিনামূল্যের হ্যাকাথন ও সাংগীতিক পরিবেশনা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জ্যাকসন হাইটসের জিউইশ সেন্টারে নেক্সটজেন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিনামূল্যের হ্যাকাথন। তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী দক্ষতায় সমৃদ্ধ করা এবং ভবিষ্যতের প্রযুক্তি জগতে আত্মবিশ্বাসী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিষ্ঠানটির আইটি ও মার্কেটিং ডিরেক্টর এমডি জাহিন হোসেন জর্জ জানান, হ্যাকাথন এক ধরনের “উদ্ভাবন ম্যারাথন”, যেখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা দল গঠন করে প্রযুক্তি ব্যবহার করে সমস্যা সমাধান বা নতুন অ্যাপ্লিকেশন তৈরিতে অংশগ্রহণ করে। পাইথন, জাভা বা অন্যান্য প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে এসব প্রকল্প বাস্তবায়িত হয়।
আয়োজনটি শিক্ষার্থীদের জন্য ছিলো বহুমাত্রিক শিক্ষার সুযোগ। তারা শুধু নতুন প্রোগ্রামিং দক্ষতা অর্জন করেনি, বরং দলগতভাবে কাজ করার অভিজ্ঞতা, কার্যকর যোগাযোগ ও প্রজেক্ট ব্যবস্থাপনার কৌশল শিখেছে। এমনকি যারা একেবারে প্রাথমিক স্তরে কোডিং শেখা শুরু করেছে, তারাও অংশগ্রহণ করে আত্মবিশ্বাস অর্জনের সুযোগ পেয়েছে।
হ্যাকাথন শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছে এক আনন্দদায়ক অভিজ্ঞতা—যেখানে প্রযুক্তি বিষয়ে গভীর জ্ঞানার্জনের পাশাপাশি পোর্টফোলিও সমৃদ্ধ করা ও নেটওয়ার্ক তৈরির সুযোগ তৈরি হয়েছে। হাতে-কলমে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক শিক্ষা, শিল্প বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দিকনির্দেশনা, বাস্তবমুখী প্রকল্পে কাজের অভিজ্ঞতা এবং নৈতিক হ্যাকিংয়ের মৌলিক ধারণা ছিলো প্রশিক্ষণের বিশেষ আকর্ষণ। এছাড়া এ আয়োজন শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের জগৎ অন্বেষণের সুযোগ দিয়েছে, যা তাদের ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গঠনে শক্ত ভিত তৈরি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেক্সটজেন একাডেমির ডিরেক্টর অব প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মো. আবু সাঈদ, ডিরেক্টর অব ডিজিটাল মার্কেটিং মো. জাহিন হোসেন জর্জ, ডিরেক্টর অব কমিউনিকেশন খোরশেদ আলম, ডিরেক্টর অব লজিস্টিকস তারেক হাসান, ডিরেক্টর অব কমিউনিটি অ্যাফেয়ার্স অ্যান্ড এনগেজমেন্ট পাপ্পু, এক্সিকিউটিভ বোর্ড মেম্বার জনাব জহির আহমেদ, এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ও উপদেষ্টা ড. কুতুব ঠাকুর, এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ও উপদেষ্টা ড. সাদিয়া ইসমাত, এবং নেক্সটজেন ২০২৫ কহোর্টের শিক্ষার্থী জাফরি আহমেদ।
শিক্ষার্থী, অভিভাবক এবং প্রযুক্তিপ্রেমীদের মাঝে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠান শেষে সাংগীতিক পরিবেশনায় রক, সফট রক ও পপ ঘরানার জনপ্রিয় সংগীত শিল্পী রাহুল মজুমদার, রাফিন ইকবাল ও পার্থ তাদের গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।